৯ নভেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ৯:৪৯ পিএম

এ সম্পর্কিত আরও খবর

কিছু দিন পর দেখা যাবে, গণঅভ্যুত্থানটাই নাই: সারজিস

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ৯:৪৯ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দাবি এভাবে উপেক্ষিত হতে থাকলে একটা সময় জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দায়েরের আশঙ্কা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। সারজিস আলম বলেন, জুলাই সনদের ক্ষেত্রে যদি এমন হয়, তাহলে কিছু দিন পরে দেখা যাবে, অভ্যুত্থানটাই নাই। আবার কিছু দিন পরে দেখা যাবে, এই অভ্যুত্থানের যারা যোদ্ধা ছিল, রাজপথে নেমেছিল; তাদের বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় অভিযুক্ত করে একেকজনকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে, বিভিন্নভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট এলাকায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে টুনিরহাট জুনিয়র ফুটবল একাডেমী আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। এনসিপি এই সনদে স্বাক্ষর করেনি। এনসিপির দাবি ছিল, জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত করতে হবে। তাদের দাবি উপেক্ষিত থাকায় তারা স্বাক্ষর করেনি। সারজিস আলম তিনি বলেন, আগামীতে যারা ক্ষমতায় আসতে চায়, তারা এই কাজগুলোই করবে আজকে থেকে পাঁচ, ১০, ১৫ বছর পর। আমাদের ওই জায়গাটা স্পষ্ট লাগবে। তখনি আমরা আমরা জুলাই সনদে স্বাক্ষর বা এই কথাটা চিন্তা করব।

তিনি আরো বলেন, যেহেতু অন্তর্বর্তী সরকার আবারো দায়সারা ভাব দেখিয়েছে। এ জন্য আমরা সেখানে অংশগ্রহণ করিনি। বর্তমানে এমন একটি অবস্থা যে নামকাওয়াস্তে স্বাক্ষর করে নির্বাচনের দিকে যেতে পারলেই হলো। জুলাই সনদের আইনি ভিত্তি থাকুক, আর নাই থাকুক। পরবর্তীতে নির্বাচিত সরকার এসে সেটা বাস্তবায়ন করুক, আর নাই করুক। তাদের কাজ কোনোমতে স্বাক্ষরটা হয়ে যেতে পারলেই হলো।

সারজিস আরো বলেন, স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথিদের কাতারে বা সামনের সারিতে জুলাই যোদ্ধা, শহীদ পরিবার তাদের থাকার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম, এটা রাজনৈতিক দলের একটা চুক্তির মতো, যেমন মিলনমেলা হয়; ওই রকম মিলনমেলা হয়েছে।

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিবাদ করতে যাওয়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের পুলিশি লাঠিচার্জের প্রতিবাদ জানান সারজিস আলম। তিনি বলেন, তারা যেভাবে সেখানে লাঠিচার্জ করেছে, টিয়ারশেল ছুঁড়েছে, রাবার বুলেট ছুঁড়েছে; এগুলো আসলে খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনক।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x