১৪ নভেম্বর ২০২৫ শুক্রবার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পিএম

এ সম্পর্কিত আরও খবর

গত এক বছরে ছাত্র রাজনীতির মডেল ছিল শিবির: ভিপি সাদিক কায়েম

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পিএম

ইসলামী ছাত্রশিবির জুলাই-পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির মডেল ছিল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম। তিনি বলেন, এ জন্যই শিক্ষার্থীরা আমাদের স্বতঃস্ফূর্তভাবে নির্বাচিত করেছে। আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রশিবির কর্তৃক আয়োজিত শহীদ ইকরামুল হক সাজিদ স্মৃতি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সাদিক কায়েম বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে ছাত্রশিবির ছিল সবচেয়ে মজলুম সংগঠন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনেই বিশ্বজিৎকে আমরা শিবির সন্দেহে হত্যা করতে দেখেছি। আবরার ফাহাদের হত্যাকাণ্ডের পর শিবির সন্দেহে কাউকে মারার বৈধতাকে প্রশ্ন করা হয়। তখনও মারার পর কেউ শিবির প্রমাণিত হলে সবাই এ বিষয়ে নিশ্চুপ থাকত। দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি।

তিনি আরও বলেন, সারাবিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা খাতে অনেক অর্থ বরাদ্দ থাকে। আমাদের দেশে গবেষণা খাতে বরাদ্দ অনেক কম। এসব অর্থের বরাদ্দও দেওয়া হয় রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে। আমাদের এসব রাজনীতির নামে নোংরামি বন্ধ করে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা ও গবেষণার একেকটি হাবে পরিণত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ ভালো মানুষ ও জ্ঞাননির্ভর সমাজ তৈরি করা। জবি শাখা ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি এই কাজ চালিয়ে যাবে বলে আমি আশা রাখি।

‘জকসু নির্বাচনে এই সংসদ অরাজনৈতিক প্রার্থীদের সমর্থন দেবে’ মোশনের ওপর বিতর্ক অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় মোট ২৪ দল অংশ নেয়। প্রতিটি দলে ৩ জন বিতার্কিক ছিলেন। বিতর্কটি ট্যাব ফরম্যাটে হয়। ট্যাব পর্বে প্রতিটি টিম তিন রাউন্ড বিতর্ক করার সুযোগ পায়।

বিতর্কে বিরোধী দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে ইতিহাস বিভাগ। আর সরকারি দল হিসেবে রানার্স আপ হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ফাইনালে সেরা বিতার্কিক হয়েছেন জয়ী দলের রুকসানা মিতু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন শাখা সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন শহীদ সাজিদের বড় বোন ফারজানা হক।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x