৮ ডিসেম্বর ২০২৫ সোমবার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১০:৫৬ পিএম

এ সম্পর্কিত আরও খবর

জোটগতভাবে হলেও শাপলা প্রতীকে নির্বাচনে যাবে এনসিপি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১০:৫৬ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি এককভাবে অথবা জোটগতভাবে অংশ নিতে পারে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তবে জোটগতভাবে নির্বাচনে গেলেও শাপলা প্রতীকে নির্বাচনে যাবে। আজ সোমবার দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শাপলা প্রতীক দিতে আইনগত বাধা না থাকার কথা জানিয়ে সারজিস আলম বলেন, প্রতীকটি তালিকাভুক্ত করার কাজ ছিল নির্বাচন কমিশনের। কমিশন চাইলে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা সংশোধন করতে পারে বলে জানান তিনি। জুলাই সনদ বাস্তবায়নের আইনগত ভিত্তি, বাস্তবতা ও ডিসেম্বরের মধ্যে গণহত্যার বিচার পেলে আগামী নির্বাচনে কোনো বাধা নেই বলে আশা ব্যক্ত করেন এনসিপির এ নেতা।

এরপরও ভারত বা অন্য কোনো এজেন্ট নির্বাচনে বাধা দিলে তা কাজে আসবে না বলে জানান সারজিস আলম। সারজিস আলম আরও বলেন, এনসিপি উচ্চ কক্ষে পিআর-এর পক্ষে থাকলেও নিম্ন কক্ষে পিআর-এর পক্ষে নয়। এনসিপি নেতা লুৎফর রহমানের সভাপতিত্বে সমন্বয় সভায় জামালপুরের জেলার নেতাকর্মীরা অংশ নেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x