হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা ও আশপাশের এলাকায় ১৪৪ ধারার সময়সীমা বাড়িয়েছে উপজেলা প্রশাসন। নতুন সময়সীমা অনুযায়ী আগামীকাল বুধবার (০৯ জুলাই) রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।
আজ মঙ্গলবার (০৮ জুলাই) নবীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়, ১৪৪ ধারা চলাকালীন গণজমায়েত বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, দেশী অস্ত্র, লাঠিসোঁটা বহন নিষিদ্ধ থাকবে। এছাড়া, একত্রে পাঁচজন ও তার বেশি ব্যক্তির চলাফেরাও নিষিদ্ধ থাকবে।
এর আগে, গতকাল সোমবার বিকেল ৪টা থেকে আজ মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছিল উপজেলা প্রশাসন।
প্রসঙ্গত, গতকাল সোমবার বিকেলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে নবীগঞ্জের তিমিরপুর ও আনমনু এলাকার বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে। কিন্তু এরপরও আশপাশের গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তারপর ১৪৪ ধারা জারি করে প্রশাসন। কিন্তু ১৪৪ ধারা ভেঙে রাত ৮টা পর্যন্ত সংঘর্ষ চলে। এসময় দোকানপাট ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়া হয়। এই সংঘর্ষে ফারুক মিয়া নামে এক যুবক নিহত হন। আহত হন শতাধিক মানুষ।
এদিকে সংঘর্ষের পরদিনও নবীগঞ্জ শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। হামলা-ভাঙচুরের আতঙ্কে দোকানপাট খোলেনি। শহরের প্রধান সড়কগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টহল দিতে দেখা গেছে।