৯ নভেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৫, ১০:২৪ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড

প্রকাশ : ৮ অক্টোবর ২০২৫, ১০:২৪ পিএম

ফরিদপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধুরী (৪০) নামে এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।‌ কারাদণ্ডপ্রাপ্ত শাহিন চৌধুরী সদরপুর উপজেলার শৌলডুবী আবুলের মোড় গ্রামের মান্নান চৌধুরীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত থাকায় পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার সদরপুর উপজেলার শৌলডুবী আবুলের মোড় গ্রামের স্কুলছাত্রীকে আসামি শাহিন চৌধুরী বিভিন্ন সময় অঙ্গ-ভঙ্গিতে কু-প্রস্তাব দিতেন। কুপ্রস্তাবে ওই ছাত্রী রাজি না হওয়ায় স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ অপহরণ করবেন বলে হুমকি দিতেন। গত ২০২১ সালের ২৭ মার্চ ওই ছাত্রীর বাড়িতে গিয়ে শাহিন চৌধুরী ছাত্রীকে বলে, তোর চাচি (আসামির স্ত্রী) ডাকছে। এ বলে ছাত্রীকে আসামির বসতঘরে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনার দুদিন পর ছাত্রীর মা বাদী হয়ে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে শুনানি শেষে বুধবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন আসামি শাহিন চৌধুরীকে আমৃত্যু কারাদণ্ড দেন আদালত।

‎বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। এ মামলার রায়ে অপরাধীদের বিষয়ে দৃষ্টান্ত হয়ে থাকবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x