মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে বলে জানা গেছে। তাদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বাবলু, সাহাবুদ্দিন, আমিন সাওদাগর, আরজু ও রকি। বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুকুম সিদরা এলাকার সাগর থেকে মাছ ধরে মাইক্রোবাসে করে বাসায় ফিরছিলেন তারা। এ সময় সড়ক দুর্ঘটনায় তাদের গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারকি করছে।
এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার ওসি সফিকুল আলম চৌধুরী বলেন, ওমানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহতের খবর শুনেছি। তারা সবাই উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা বলে জেনেছি। তবে এখনও এ ব্যাপারে নিহতদের কোনো পরিবার আমাদের সাথে যোগাযোগ করেননি। বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি। প্রসঙ্গত, ওমান হলো বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির অন্যতম গন্তব্য। ওমানে বাংলাদেশি প্রচুরসংখ্যক মানুষ কাজ করে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর ওমানেই বাংলাদেশের শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ।