৮ ডিসেম্বর ২০২৫ সোমবার
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১০:১১ পিএম

এ সম্পর্কিত আরও খবর

সারাদেশে অব্যাহত বৃষ্টি, আগামী ৫ দিন থাকতে পারে প্রবণতা

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১০:১১ পিএম

মৌসুমি বায়ু বিদায়ের সময় ঘনিয়ে এলেও, সারাদেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল থেকে ঢাকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। ছুটির দিনে এ বৃষ্টিতে নগরবাসী জরুরি প্রয়োজন ছাড়া বের হননি। তবে বিপাকে পড়েন বিসিএস পরীক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও পথচারীরা। হঠাৎ বৃষ্টি আর যানজটে দুর্ভোগে পড়েন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা থাকতে পারে।

মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বৃষ্টি হচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, মেঘের একটি ভারী সেল আছে। এটি শেষ হলেও, আবার বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আগামী চার-পাঁচ দিন এমন আবহাওয়া থাকতে পারে। শুক্রবার রাজধানীতে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিয়ম অনুযায়ী, কোনো এলাকায় ৪৪ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তা ‘ভারী বৃষ্টি’। একই দিন কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, বগুড়া, সিরাজগঞ্জ ও নওগাঁয় বৃষ্টি হয়েছে।

মৌসুমি বায়ু চলতি সপ্তাহে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বলে ধারণা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বায়ু বিদায়ের আগে এমন অস্থায়ী বৃষ্টিপাত স্বাভাবিক বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের মতে, ২০ অক্টোবরের পর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে তা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। শুক্রবার বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহান পরীক্ষার্থী ও শ্রমজীবীরা।

রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) প্রিলিমিনারি পরীক্ষা হয়। পরীক্ষা শেষে বের হয়ে শিক্ষার্থীদের অনেকে ভিজে গন্তব্যে যান। ইডেন কলেজ কেন্দ্রে পরীক্ষা দেওয়া এক পরীক্ষার্থী বলেন, সকালে রোদ দেখে ছাতা ছাড়া বের হই। পরীক্ষার মাঝপথে বৃষ্টি নামে। বের হয়ে অঝোর বৃষ্টিতে ভিজে গেছি। বৃষ্টির কারণে ঢাকার ব্যস্ত সড়কগুলোতে তৈরি হয় যানজট। রাজধানীর পল্টন, শাহবাগ, মালিবাগ ও বিজয় সরণি এলাকায় পানি জমে চলাচলে বিঘ্ন ঘটে।

আগামী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের পর থেকে মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। তারপর দেশের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x