সাগরে সৃষ্ট নিম্নচাপটি উপকূলীয় এলাকা অতিক্রম করছে। এ অবস্থায় উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাসের সঙ্গে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এ অবস্থায় পাহাড় ধসের শঙ্কা রয়েছে। শুক্রবার (২৫ জুলাই) ভারি বৃষ্টিপাত নিয়ে দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নিম্নচাপের প্রভাবে সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, খুলনা, বরিশালসহ উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় অতিভারি বৃষ্টিতে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। একইসঙ্গে ভারি বৃষ্টিতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
এদিকে সামুদ্রিক সতর্কবার্তার তথ্যানুযায়ী, নিম্নচাপটি বিকেলে উপকূল অতিক্রম করা শুরু করেছে। এ সময় নিম্নচাপ কেন্দ্রের গতিবেগ ৫০ কিলোমিটারের বেশি থাকতে পারে এবং উপকূলে ৩ ফুটের বিশ জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানায়, নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। নদ-নদীর পানি বাড়ার সম্ভাবনাও রয়েছে। সতর্কতা হিসেবে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়া মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।