চিত্রনায়ক অনন্ত জলিলকে কেক খাওয়ানোর একটি ঘটনা ঘিরে শুরু হওয়া আলোচনা-সমালোচনায় এবার মুখ খুললেন মডেল ও উদ্যোক্তা নাজমি জান্নাত। তার দাবি, অনন্ত জলিলের স্ত্রী ও অভিনেত্রী বর্ষা তাকে চেনেন না—এমন মন্তব্যে তিনি কষ্ট পেয়েছেন।
ঘটনার শুরু চলতি মাসের শুরুতে এক অনুষ্ঠানে। সেখানে অনন্ত জলিলকে কেক খাওয়ান নাজমি জান্নাত, আর পাশে ছিলেন বর্ষা। পরে বিভিন্ন সংবাদে দাবি করা হয়, এ ঘটনায় বর্ষা অভিমান করেছিলেন। যদিও বর্ষা তা অস্বীকার করে ফেসবুকে লেখেন, মজার ব্যাপার হলো, মেয়েটা কে ছিল? আমরা দুজন কেউ চিনি না।
এই মন্তব্যে আক্ষেপ প্রকাশ করে নাজমি বলেন, বর্ষা আপু আমাকে ছোট করেছেন। উনি বলেছেন, ওই মেয়েটা নিজে থেকে কেক খাওয়াতে এসেছে, আমরা চিনি না। প্রথমে বিষয়টা আমার কাছে স্বাভাবিক লেগেছিল, কিন্তু স্ট্যাটাসটা দেখার পর খারাপ লেগেছে।
তিনি আরও বলেন, আমি সেই প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং সিইও ছিলাম। মাইকে আমার নাম ঘোষণা করে স্টেজে ডাকা হয়েছিল, হাতে ক্রেস্টও তুলে দেওয়া হয়। এতকিছুর পরেও যদি উনি বলেন, আমাকে চেনেন না—তাহলে সেটা দুঃখজনক। নাজমির অনুরোধ, ভবিষ্যতে যেকোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে অংশগ্রহণকারী ব্যক্তিদের সম্পর্কে একটু জেনে নেওয়া উচিত।