নিষিদ্ধ পাকিস্তানী ক্রীম বিক্রয়, অনুমোদনহীন পণ্য বিক্রি ও ইচ্ছেমতে প্রাইস ট্যাগ বসিয়ে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ফেনী শহরের ট্রাংক রোড এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ পাকিস্তানী ক্রীম বিক্রয়, অনুমোদনহীন পণ্য বিক্রি ও ইচ্ছেমতে প্রাইস ট্যাগ বসিয়ে পণ্য বিক্রির অভিযোগে ট্রাংক রোডের সুপার বাই সুপার সপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অনুমোদনহীন পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়া অভিযানে ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করে অতিরিক্ত দামে ফল বিক্রি করায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স জয়নাল ফল বিতানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদের সতর্ক করা হয়। এসময় নিত্যপণ্যের বাজারেও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরা ও জেলা পুলিশের একটি দল অংশগ্রহণ করে।
ফেনী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, অভিযানকালে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।