৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ৩ অক্টোবর ২০২৫, ৯:১৪ পিএম

এ সম্পর্কিত আরও খবর

অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস: ভারত

প্রকাশ : ৩ অক্টোবর ২০২৫, ৯:১৪ পিএম

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ‘ভারতের ইন্ধন’ আছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশের অভিযোগকে ‘মিথ্যে ও ভিত্তিহীন’ অভিহিত করে বলেছে, পাতা নড়লেও ভারতের ওপর দোষ চাপানোর স্বভাব আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ির গুইমারায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

এরপর ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে পার্বত্য এলাকায়। গত রোববার (২৮ সেপ্টেম্বর) তিন পাহাড়ি নিহত হন। পাশাপাশি মেজরসহ ১৩ সেনাসদস্য, তিন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হন। খাগড়াছড়িতে নতুন করে উত্তেজনার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, খাগড়াছড়িতে বিক্ষোভ, সহিংসতা ও হতাততের ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে। পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে।

গত ২৯ সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটছে। এটা যেন ঘটতে না পারে, সেজন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। একটা মহল চাচ্ছে, শারদীয় উৎসবটা যেন ভালোভাবে হতে না পারে। সেই মহলটাই খাগড়াছড়িতে ঘটনা ঘটানোর চেষ্টা করছে।

এর প্রতিক্রিয়ায় শুক্রবার (৩ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা একেবারে স্পষ্টভাবে এইসব মিথ্যে এবং ভিত্তিহীন অভিযোগ খারিজ করে দিচ্ছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার (নিজেদের) দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পারছে না। আর নিয়মিতভাবে দোষটা অন্যদের ঘাড়ে চাপিয়ে দেয়ার স্বভাব আছে (বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের)।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপরে স্থানীয় উগ্রপন্থীরা যে হিংসা চালাচ্ছে, অগ্নিসংযোগ ঘটাচ্ছে এবং জমি দখল করে নিচ্ছে, সেইসব ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি আত্মসমালোচনা করা এবং গুরুত্ব সরকারে তদন্ত করার ওপরে জোর দেয়, তাহলে সেটা মঙ্গলজনক হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x