৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ৫ আগস্ট ২০২৫, ৫:৩৫ পিএম

এ সম্পর্কিত আরও খবর

অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মানিক মিয়া এভিনিউয়ে জনতার ঢল

প্রকাশ : ৫ আগস্ট ২০২৫, ৫:৩৫ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূস আজ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। এ দিবসটি উপলক্ষে বৃষ্টিকে উপেক্ষা করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জনতার ঢল নেমেছে। প্রতিকূল আবহাওয়াতেও ক্রমেই দীর্ঘ হচ্ছে জনতার স্রোত। মঙ্গলবার (০৫ আগস্ট) দুপুর ২টা এ রিপোর্ট খেলা পর্যন্ত জনতার ঢল দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টি শুরু হলে অনেকে গাছের নিচে আশ্রয় নিচ্ছেন। কেউ আবার নিজের সঙ্গে আনা ছাতা মেলে ধরছেন। এভাবে স্লোগানে স্লোগানে তারা মঞ্চের দিকে এগিয়ে আসছেন। অনেকে কাঁধে জাতীয় পতাকা জড়িয়েছেন। কেউ আবার জুলাই সনদের ব্যাজ ধারণ করেছেন।

রবিউল নামের এক তরুণ জানান, বৃষ্টিতে আমরা থেমে যাব না। গত বছরের জুলাইয়ে আমরা যে লড়াই শুরু করেছিলাম তা বৃষ্টি নয়, বুলেট ঝরলেও চলবে। প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ করা সোহান বলেন, জুলাই আমাদের আত্মার প্রশ্ন। সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা লড়াইয়ের মঞ্চ ছেড়ে যাব না।

এদিকে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীতে উদযাপিত হচ্ছে ‘৩৬ জুলাই’। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনভর এ দিবস উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শিল্পকলা একাডেমি।

সারাদিনের আয়োজন নিয়ে সূচি প্রকাশ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এতে দিনভর যত আয়োজন তা তুলে ধরা হয়েছে। সূচি অনুসারে, ১১টা ২০ মিনিটে ইসলামী শিল্পীগোষ্ঠী সাইমুমের পরিবেশনা রয়েছে। ১১টা ৪০ মিনিটে থাকবে কলরব শিল্পীগোষ্ঠীর পরিবেশনা। দুপুর ১২টা ৫ মিনিটে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সাড়ে ১২টায় সংগীত পরিবেশনা করবেন তাশফি।

দুপুরে নামাজের বিরতির পর চিটাগাং হিপহপ হুড, সেজান এবং শূন্য ব্যান্ড পারফর্ম করবে। এরপর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন ক্ষণ’ উদযাপন করা হবে। এরপর আবার কনসার্ট শুরু হবে। সায়ান, ইথুন বাবু ও মৌসুমি, সোলস এবং ওয়ারফেজ পারফর্ম করবে তখন। দুপুর ২টা ৪০ মিনিটে সায়ান, বিকেল ৩টায় ইথুন বাবু ও মৌসুমির গান, বিকেল ৩টা ৩০ মিনিটে সোলস এবং ৪টায় ওয়ারফেজের পরিবেশনা থাকবে।

বিকেল পৌনে ৫টায় আসরের নামাজের বিরতি রয়েছে। এরপর ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা। সোমবার (৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, আগামীকাল (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।

এতে আরও বলা হয়, বিকেল ৫টায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঐতিহাসিক এ দিবস উদযাপনে দেশের শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষ সবাইকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x