২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ৭ মে ২০২৫, ১২:০৫ এএম

এ সম্পর্কিত আরও খবর

অসুস্থ মাকে দেখতে হাসপাতালে ডা. জুবাইদা রহমান

প্রকাশ : ৭ মে ২০২৫, ১২:০৫ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান স্কয়ার হাসপাতালে তার অসুস্থ মাকে দেখতে গিয়েছেন। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজা থেকে একটি প্রাইভেটকারে হাসপাতালে পৌঁছান।

পরবর্তী সময়ে ধানমন্ডিতে বাবার বাসভবন মাহবুব ভবনে যাওয়ার কথা রয়েছে তার। এদিকে জুবাইদা রহমানের স্কয়ার হাসপাতালে আগমনকে কেন্দ্র করে আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়। এছাড়া বিএনপির কর্মীসহ উৎসুক জনতা হাসপাতালে সামনে ভিড় করেন।

জুবাইদা রহমানের আগমনকে ঘিরে মাহবুব ভবনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভবনের সামনের দেয়ালে কাঁটাতারের বেড়া বসানো হয়েছে, লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। তবে ভবনের ভেতরে লোকসমাগম লক্ষ করা গেছে।

এছাড়া, ভবনটির আশপাশে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। দীর্ঘ ১৭ বছর পর মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ রাজকীয় বিমানে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডা. জুবাইদা রহমান।

প্রসঙ্গত, ডা. জুবাইদা রহমানের প্রয়াত পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৮ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত নৌবাহিনী প্রধান ছিলেন এবং এরশাদ সরকারের সময় যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী তার চাচা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x