৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
প্রকাশ : ৯ জুলাই ২০২৫, ৭:১৫ পিএম

এ সম্পর্কিত আরও খবর

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনতে হবে: মির্জা ফখরুল

প্রকাশ : ৯ জুলাই ২০২৫, ৭:১৫ পিএম
নির্বাচন জনগণের জন্য অপরিহার্য: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাজার মানুষ হত্যার জন্য শেখ হাসিনা একাই দায়ী। শুধু ব্যক্তি শেখ হাসিনা নন, দল হিসেবে আওয়ামী লীগকেও বিচারের আওতায় আনা উচিত।

আজ বুধবার (০৯ জুলাই) রাজধানীতে জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন এক বিএনপি নেতাকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি বিবিসিতে প্রকাশিত একটি খবরের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের প্রতিটি সদস্যকে জবাবদিহি করতে হবে। তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। শেখ হাসিনার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী, জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি আরো বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

আওয়ামী লীগের শাসনামলে বিএনপি সবচেয়ে বেশি দমন-পীড়নের শিকার হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপিই আওয়ামী লীগের দমন-পীড়ন, নির্যাতন, হত্যা, গুম ও খুনের সবচেয়ে বড় শিকার। আমার বিরুদ্ধেই ১১৩টি মামলা রয়েছে এবং আমি ১৩বার জেলে গেছি।

যারা বলেন নির্বাচনের প্রয়োজন নেই, তাদের নতুন করে ভাবার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্রের জন্য বিএনপি সবচেয়ে বড় লড়াই করেছে। দেশকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে সঠিক পথে ফিরিয়ে আনা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। যারা বলেন নির্বাচনের প্রয়োজন নেই, তাদের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। নির্বাচন জনগণের জন্য অপরিহার্য।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x