রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড্ডা থানার লিংক রোড এলাকা থেকে কাজী আইনুল আসিফকে এবং দুপুর ১২টা ৪৫ মিনিটে মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকা থেকে মোহাম্মদ নিছার আলীকে গ্রেপ্তার করে ডিবি। একইদিন রাত ৮টার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে আমিনুল হক ফয়সালকে এবং মঙ্গলবার দুপুরে বাড্ডা থেকে মো. আকাশকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ।
অপরদিকে, সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তেজগাঁও এলাকা থেকে মো. মুরসালিন তালুকদারকে, রাত ৮টা ২০ মিনিটে রমনার বেইলি রোড থেকে এএসএম আল সনেটকে, রাত ১০টার দিকে বনশ্রী থেকে মো. রিপন, মো. মাহবুবুল ইসলাম ও নুসরাত জাহান লিমাকে এবং রাত ১১টা ৩০ মিনিটে ধানমন্ডি থেকে মুহম্মদ আনিসুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি।
তালেবুর রহমান বলেন, মঙ্গলবার ভোর ১টা ২৫ মিনিটে লালবাগের রসুলবাগ থেকে মো. বেলাল হোসেন তুহিন, সকাল ৬টা ৩০ মিনিটে রামপুরা থেকে অভিমুন্য বিশ্বাস অভি এবং সকাল ৭টা ১৫ মিনিটে মুগদা এলাকা থেকে মো. আরশেদ আলী বিশ্বাসকে গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তার মো. মাহবুবুল ইসলামের বিরুদ্ধে বরগুনার আমতলী থানায় একাধিক মামলা রয়েছে। অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।