৩০ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১:০৯ এএম

এ সম্পর্কিত আরও খবর

আওয়ামী লীগের প্ল্যান-বি হলো জাতীয় পার্টি: সারজিস

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১:০৯ এএম

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেরানো। সেজন্য জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্সে উত্তরপাড়া-দক্ষিণপাড়া মিলেমিশে একাকার।’

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টা ৫৬ মিনিটে নিজের ফেসবুকে তিনি এ-সংক্রান্ত পোস্ট দেন। ফেসবুকে সারজিস আলম লিখেছেন, ‘নুর ভাইদের ওপর বর্বরতম হামলার মূল কারণও এটা। অর্থাৎ জাতীয় পার্টির বিষয়ে স্ট্রং মেসেজ দেওয়া হলো সব দলকে। এমন ঘৃণ্যতর হামলার নিন্দা জানাচ্ছি।’

সারজিস আরও লিখেছেন, আওয়ামী লীগ যেভাবে অপরাধী, তার দোসর, বি টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী। জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই পথের পথিক। তাদের পরিণতিও একই হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x