বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি বলেছেন, আগে স্টেডিয়াম খেলা দেখতে দর্শক পাওয়া যেতো না। আর এখন দর্শক আছে, টিকিট পাওয়া যাচ্ছে না। এটিই হচ্ছে সবচেয়ে বড় ক্রেইজড। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরে ক্রীড়া সামগ্রীর প্রতিষ্ঠান স্টার স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী দিনে মহিলা ওয়ার্লকাপেও খলবে বাংলাদেশ উল্যাখ করে তিনি বলেন, ৩০ জুলাই থেকে এফএ কাপ মহিলা টিম আন্তঃজেলা খেলা শুরু হবে। বাফুফের মাধ্যমে তারুণের উৎসব উপলক্ষে সারাদেশে খেলার আয়োজন করা হচ্ছে। বাফুফের মহিলা টিম এএফসি কোয়ালিফাই করেছে। আমরা আশা করছি এএফসি কোয়ালিফাই থেকে ফাইনালে খেলবো। আগামি দিনে মহিলা ওয়ার্লকাপেও খলবে আমাদের দেশ।
আগামি ৮ মাস পরে মহিলা টিম অস্ট্রেলিয়ায় এএফসি ফাইনাল খেলতে যাবে। সেক্ষেত্রে বাফুফে একটি প্রকল্প হাতে নিয়েছে। এই ৮ মাস মেয়েদেরকে দেশের বাহিরে বা ভেতরে কোচিং করানো হবে। বাফুফে বিভিন্ন জেলায় স্টেডিয়ামের বরাদ্দ পাচ্ছে। খেলাধুলার আয়োজন করা হচ্ছে। বিশেষ করে লীগ ফুটবল শুরু হয়ে যাবে। লক্ষ্মীপুরেও শুরু হবে, ইতিমধ্যে মাঠও প্রস্তুত হয়ে গেছে। বাফুফে একটা বিরাট পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। ফুটবলে যে ক্রেইজ তৈরী হয়েছে, তা বৃদ্ধির লক্ষ্যে বাফুফে কাজ করছে বলে জানান তিনি।
প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মোরশেদ আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী কামরু, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, ক্রীড়া সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রব শামীম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মহসিন কবীর স্বপন প্রমুখ। পরে লক্ষ্মীপুর পৌর শহরের হাসপাতাল সড়কে তন্তুবায় সমিতি ভবনের নিচে দোকানটি উদ্বোধন করা হয়।