৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৯ পিএম

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওকস

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৯ পিএম

ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। কাউন্টি এবং ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাবেন বলে জানিয়েছেন তিনি। ওকস ভারতের বিপক্ষে সর্বশেষ ওভালে টেস্ট খেলেছেন। ওই টেস্টে হাতের গুরুতর ইনজুরিতে পড়েন তিনি। ভাঙা হাত নিয়ে নেমে পড়েন ব্যাটিংয়ে। কিন্তু ম্যাচটা ইংল্যান্ড জিততে পারেনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাসেজের দলে জায়গা না পেয়ে ৩৬ বছর বয়সী ক্রিকেটার অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। ওকস বলেছেন, সময় এসে গেছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই আমার জন্য সেরা সময়। শৈশবে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। ওই স্বপ্নে বসবাস করতে পারায় আমি নিজেকে ভাগ্যবান মনে করি।

অস্ট্রেলিয়ায় ২০১১ সালে আমার অভিষেক। অথচ মনে হয়, এই তো সেদিকের কথা। সময় যেতে যেতে ১৫ বছর পেরিয়ে গেছে। এই সময়ে দুটি বিশ্বকাপ উচিয়ে ধরতে পারা, অ্যাসেজে দারুণ মুহূর্তের অংশ হওয়া চিরস্মরণীয় হয়ে থাকবে, জীবনে এমন মুহূর্ত আসবে চিন্তাও করিনি।

ওকস আন্তর্জাতিক ক্যারিয়ারে ৬২ টেস্ট খেলে ১৯২ উইকেট নিয়েছেন, ২০৩৪ রান করেছেন। এক সেঞ্চুরি ও সাতটি ফিফটি আছে তার। ১২২ ওয়ানডে খেলে তিনি ১৭৩ উইকেটের সঙ্গে করেছেন ১৫২৪ রান। ৩৩ টি-২০ খেলে উইকেট পেয়েছেন ৩১টি। ১৪৭ রান করেছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x