সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে বাজে মন্তব্য করা নতুন কিছু নয়। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান-এর সঙ্গে। সম্প্রতি এক নেটিজেন তাকে প্রশ্ন করেন, আপনি কি ভার্জিন? এর উত্তরে শ্রুতি হাসান কড়া জবাব দেন, বানান শিখে আসো বন্ধু! কারণ ওই ব্যক্তি ভার্জিন-এর পরিবর্তে ভারজেইন লিখেছিলেন, যা বানান ভুল।
প্রেমিক শান্তনু হাজারিকার প্রশংসা
প্রশ্নোত্তর সেশনে শ্রুতি হাসানকে তার প্রেমিক শান্তনু হাজারিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তার শিল্প আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে।
প্রথম ক্রাশ: ব্রুস লি
শ্রুতি হাসান তার প্রথম ক্রাশ হিসেবে মার্শাল আর্ট কিংবদন্তি ব্রুস লি-র নাম উল্লেখ করেন।
ঠোঁট নিয়ে কটাক্ষের জবাব
একজন নেটিজেন শ্রুতির ঠোঁটের আকার নিয়ে ব্যঙ্গ করেন। তার জবাবে অভিনেত্রী বলেন, আপনি এটা কীভাবে মাপেন?
শ্রুতি হাসানের ক্যারিয়ার
শ্রুতি হাসান, জনপ্রিয় অভিনেতা কমল হাসান ও সারিকা ঠাকুরের মেয়ে। তিনি বলিউডে লাক সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীতে গব্বর ইজ ব্যাক, ওয়েলকাম ব্যাক-এর মতো ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে তিনি ওয়েব সিরিজ ও প্লেব্যাক মিউজিকেও সমানভাবে সক্রিয়।