আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতে ফিরে যান তানজিদ তামিম ও নাজমুল শান্ত। দলের ৫৩ রানে ফেরেন ভরসা দেওয়া সাইফ হাসান। সেখান থেকে ১০১ রানের জুটি দেন তাওহীদ হৃদয় ও মেহেদী মিরাজ। ফিফটির পরই আউট হন দু’জনই।
বাংলাদেশ ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন নুরুল হাসান ও তানজিম সাকিব। এর আগে ওপেনার তানজিদ তামিম ১০ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন। ওমরজাইয়ের বলে ক্যাচ দেন নাজমুল শান্তও (২)। অভিষিক্ত সাইফ হাসান ৩৭ বলে ২৬ রান করে সীমানায় ক্যাচ দিয়ে সাজঘরের পথে ধরেন।
চারে নামা হৃদয় ৮৫ বল খেলে ভুল বুঝাবুঝিতে ৫৬ রান করে আউট হন। তিনি ছক্কা ও এক চার মারেন তিনি। পরেই সাজঘরে ফেরেন অধিনায়ক মিরাজ। তার ব্যাট থেকে ৮৭ বলে ৬০ রানের ইনিংস আসে। তিনি একটি করে চার ও ছক্কা মারেন। পরে জাকের আলী ১৬ বলে ১০ রান করে কাটা পড়েছেন।
ওয়ানডে দলে অভিষেক হয়েছে সাইফ হাসানের। লিটন না থাকায় ওপেনিং করছেন তিনি। মিডল অর্ডারের বিবেচনায় তাওহীদ হৃদয়, জাকের আলী ও নুরুল হাসান আছেন। পেস বিভাগে নেই মুস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদ ও তানজিম সাকিবের সঙ্গে খেলছেন হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সাদেকুল্লাহ আতাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদী, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া করোটি, আল্লাহ গজনফর, বাশির আহমেদ।