জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষের পর টানা তৃতীয় দিনের মতো গোপালগঞ্জে কারফিউ জারি রয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ছয়টা থেকে নতুন করে শুরু হওয়া কারফিউ চলবে শনিবার সকাল ছয়টা পর্যন্ত। গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে গণমাধ্যমকে জানান, সন্ধ্যা থেকে কারফিউ আবার কার্যকর হচ্ছে এবং তা চলবে আগামীকাল সকাল পর্যন্ত।
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে এরপরের সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে গত বুধবার রাতে এনসিপির কর্মসূচি ঘিরে শহরে ব্যাপক সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আরও একজন শুক্রবার সকালে মারা যান।
কারফিউর সময়কাল ধাপে ধাপে বাড়ানো হয়েছে। প্রথম দফায় বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ ছিল। এরপর দ্বিতীয় দফায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ ছিল। আজ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ সাময়িকভাবে শিথিল করা হয়েছিল। এরপর সন্ধ্যা ৬টা থেকে আবার নতুন করে কারফিউ কার্যকর করা হয়।কারফিউর আগেই গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
গোপালগঞ্জ শহরে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণহানি ছাড়াও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়।
কারফিউ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৪৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে। পাশাপাশি গুজবে কান না দিতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে।