২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ৫:২৯ পিএম

এ সম্পর্কিত আরও খবর

আমাদের নতুন সংবিধান লাগবে: জামায়াতের সমাবেশে সারজিস

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ৫:২৯ পিএম

৭২ এর মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে কোনোদিন বাংলাদেশপন্থি বাংলাদেশ সম্ভব নয়-এ কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমাদের নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন লাগবে। শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন। তিনি।

সারজিস বলেন, এক জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাইয়ে উপনীত হয়েছি। কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। গোপালগঞ্জে এখনও তারা আস্তানা গেড়ে বসে আছে। তারা এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয়। এ মুজিববাদ একটি আদর্শ-শুধু আইনিভাবে এদের মোকাবিলা করা যাবে না। আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক সংস্কৃতিকভাবেও এদের মোকাবিলা করতে হবে।

আমাদের রাজনৈতিকভাবে মতভেদ থাকতে পারে কিন্তু এ মুজিববাদের বিরুদ্ধ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে নতুন করে মুজিববাদী ভারতপন্থি শক্তিগুলো সক্রিয় হচ্ছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, এ বাংলাদেশে বাংলাদেশপন্থি ব্যতিত কোনো দেশপন্থি কোনো বাদপন্থি শক্তির জায়গা হবে না।

গত জুলাই আগস্টে হাজারের অধিক ছাত্র-জনতা জীবন দিয়েছেন- এ কথা স্মরণ করে সারজিস আলম বলেন, আজ হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে আছেন। গত আগস্টের ৫ তারিখে আমাদের যে স্বপ্ন ছিল আরেক আগস্ট আসতে চলেছে, আমাদের সেই স্বপ্ন পূরণ হয়নি।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না। আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে খুনি শেখ হাসিনার বিচারের রায় হতেই হবে। সেই রায় কার্যকর আমরা দেখতে চাই। বিচার বিভাগকে কোনো দলের বিচারবিভাগ হিসেবে আমরা দেখতে চাই না, আবার আইন শৃঙ্খলাবাহিনীকেও কোনো দলের তোষামোদকারী হিসেবে দেখতে চাই না বলেও জানান তিনি।

৭২ এর মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে কোনোদিন বাংলাদেশপন্থি বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে, আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে। আমাদের নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু ভাই-বোনদের অধিকার নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।

সারজিস বলেন, ফ্যাসিস্টবিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে কিন্তু তারমনে এই নয় যে, আমরা কারও অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপর বলব এটা আমাদের থাকতে হবে। কেউ যদি সিন্ডিকেট চালায় আমরা সেটাও বলব, আবার কেউ যদি দখলদারি চালায় সেটাও বলব তবে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে বলেও জানান তিনি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x