কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী সমাবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই বিপ্লব’-এর বর্ষপূতি। সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে “আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক এই বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়। তরুণদের উদ্দীপনা ও ‘গণঅভ্যুত্থান’র চেতনায় সমৃদ্ধ এই আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল মাদকমুক্ত সমাজ গঠন।
জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগেশ্বরী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক রেজাউল করিম রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সম্মানিত জেলা প্রশাসক নুসরাত সুলতানা। তিনি বলেন, মাদক একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে। তরুণরাই পারে এই সমাজকে রক্ষা করতে। ইতিহাস স্মরণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই বিপ্লব আমাদের স্বাধীনতা, গণতন্ত্র এবং ন্যায়ের প্রতীক। বর্তমান প্রজন্মকে এই ইতিহাস জানাতে হবে এবং সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে হবে। উল্লেখ্য, ‘জুলাই বিপ্লব’ স্মরণে এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ আয়োজনটি আয়োজন করে তরুণ সমাজ ও স্থানীয় প্রশাসন। সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।