৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৫ পিএম

এ সম্পর্কিত আরও খবর

আমি মরিনি, লিখে প্রমাণ করলেন নিজের বেঁচে থাকার বিষয়

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৫ পিএম

ঘুম থেকে উঠেই আঁতকে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার ‘মৃত্যুর খবর’। একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এমন ভুয়া মৃত্যুর খবরের শিরোনাম হয়েছেন আর কেউ না, জনপ্রিয় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। মুহূর্তেই সেই খবর ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে। বিভ্রান্তি ও দিশাহারা হয়ে পড়েন কাজল ভক্তরা। তবে খুব বেশি দেরি না করে নিজেই বিষয়টি পরিষ্কার করেন অভিনেত্রী। একেবারে সরাসরি জানিয়ে দেন, তিনি সুস্থ আছেন।

বলিউড থেকে টলিউড—বড় পর্দার তারকাদের নিয়ে ভুয়া খবর ছড়ানো নতুন কিছু নয়। কখনও ব্যক্তিগত সম্পর্ক, কখনও বা স্বাস্থ্য, এমনকি মৃত্যু নিয়েও নেটমাধ্যমে ছড়ায় গুজব। এবার সেই ভুয়া মৃত্যুর গুজবের শিকার হলেন তিনি। মুহূর্তেই সেই খবরে বিভ্রান্তি ও দিশাহারা হয়ে পড়েন কাজল অনুরাগীরা। তবে খুব বেশি দেরি না করে নিজেই বিষয়টি পরিষ্কার করেন অভিনেত্রী। একেবারে সরাসরি জানিয়ে দেন, তিনি সুস্থ আছেন।

এক্স এবং ইনস্টাগ্রাম স্টোরিতে কাজল লেখেন, আমাকে নিয়ে যে খবর রটছে, তা একেবারেই ভিত্তিহীন। দুর্ঘটনায় আমি মারা গেছে, এসব পড়ে সত্যি হাসি পাচ্ছে। ভগবানের কৃপায় আমি একেবারে ভালো আছি। সকলে দয়া করে এ ধরনের মিথ্যা খবর বিশ্বাস করবেন না, ছড়াবেনও না। বরং ইতিবাচকতা আর সত্যি বিষয় নিয়েই শক্তি খরচ করুন।

সম্প্রতি কাজলকে দেখা গেছে সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’ ছবিতে। পাশাপাশি তিনি রয়েছেন কমল হাসানের ‘ইন্ডিয়ান ৩’ ছবিতেও। শোনা যাচ্ছে, নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবিতে মন্দোদরীর চরিত্রে দেখা যাবে তাকে। এ ছবিতে অভিনয় করছেন রণবীর কপূর, যশ, সাই পল্লবী, সানি দেওল এবং রবি দুবে। জানা গেছে, আগামী ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবে ‘রামায়ণ’-এর প্রথম পর্ব।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x