৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩১ পিএম

এ সম্পর্কিত আরও খবর

আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩১ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে তার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। ধারাবাহিক এ সংলাপকে আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এর আগে রোববার তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে পৃথক ওই বৈঠকে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x