৭ জুলাই ২০২৫ সোমবার
প্রকাশ : ২ জুলাই ২০২৫, ৯:৫৮ পিএম

এ সম্পর্কিত আরও খবর

আসছে বিটিএসের নতুন অ্যালবাম, ২০২৬-এ ওয়ার্ল্ড ট্যুর

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ৯:৫৮ পিএম
আসছে বিটিএস

তিন বছরের বিরতির পরে বিশ্ববিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস আনুষ্ঠানিকভাবে নতুন অ্যালবাম এবং ২০২৬ সালে ওয়ার্ল্ড ট্যুরের কথা জানিয়েছে।

গতকাল ০১ জুলাই (মঙ্গলবার) তাদের নিজস্ব সোশাল মিডিয়া ওয়েবসাইট উই ভার্স-এ গ্রুপের সাত সদস্য—জিন, আরএম, ভি, জিমিন, জে-হোপ, জাংকুক এবং সুগা—ভিডিও স্ট্রিম করে এখবরটি জানায়। ২০২২ সালের পর তারা এই প্রথম একসঙ্গে জনসমক্ষে এলেন।

বিটিএস জানায়, ‘জুলাই মাস থেকে আমরা নতুন গান নিয়ে কাজ শুরু করব।’ বিটিএস আরো জানায়, তারা তাদের নতুন লাইভ অ্যালবাম ‘বিটিএস পারমিশন টু ডান্স অন স্টেজ— সিউল’ ১৮ জুলাই রিলিজ করবে।

২০২২ সালে বিটিএস নতুন গান বানানো এবং ট্যুর করা থেকে ব্রেক নেয়। শেষ কিছু বছরে ব্যান্ডের প্রতিটি সদস্য দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক সেবায় ব্যস্ত ছিলেন। তাদের শেষ স্টুডিও অ্যালবাম ‘বি’ ২০২০ সালে রিলিজ করেছিল।

২০২৪ থেকে ২০২৫-এর মধ্যে গ্রুপের সব সদস্য তাদের ‘ম্যান্ডেটরি মিলিটারি সার্ভিস’ সম্পন্ন করে দক্ষিণ কোরিয়ান সেনা থেকে ডিসচার্জ হয়ে যান। দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, ১৮ থেকে ২৮ বছর বয়সের মধ্যে দেশের প্রত্যেক সক্ষম পুরুষকে ১৮ থেকে ২১ মাসের জন্য সেনাবাহিনীতে যোগ দিতে হয়।

বিটিএস ওই লাইভস্ট্রিমে জানায়, তারা ২০২৬-এর বসন্তে একটি বিশ্ব সফরের পরিকল্পনাও নিশ্চিত করেছে। এটা ২০২১ সালের ‘বিটিএস পারমিশন টু ডান্স অন স্টেজ’ সফরের পরে তাদের প্রথম বিটিএস ওয়ার্ল্ড ট্যুর হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x