সরকারি বিভিন্ন দপ্তরে শিক্ষার্থীদের পার্টটাইম চাকরির সুযোগ দেয়ার পরিকল্পনা করছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এতে সরকারের ব্যয় কমবে এবং শিক্ষার্থীরা আর্থিকভাবে স্বাবলম্বী হবে।
শনিবার নিজের ফেসবুকে পোস্ট দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, বিভিন্ন সরকারি অফিসে পার্টটাইম চাকরিতে শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, অনেক ক্ষেত্রে সরকারি দপ্তরে কিছু পদে ফুলটাইমে স্থায়ী নিয়োগের প্রয়োজন হয় না। তাই পার্টটাইমে নিয়োগ দিলে সরকারের ব্যয়ও কমবে এবং শিক্ষার্থীরা আর্থিকভাবে স্বচ্ছল হবে।
এর আগে শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন উন্নত দেশের মতো গত ৫ আগস্টের পর থেকে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে প্রায় এক হাজার শিক্ষার্থীকে পার্টটাইম নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে সরকারি বিভিন্ন অফিসে শিক্ষার্থীদের পার্টটাইম চাকরির সুযোগ দেয়া হবে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে এবং কীভাবে নিয়োগ দেওয়া যায় সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ চলছে।