প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের সময়ের একটি ছবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ছবিটিতে দেখা যায়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম এক শিক্ষার্থীর মুখ চেপে ধরছেন।
ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। তবে বৃহস্পতিবার ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করে, ছবিটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা এবং এটি বাস্তব নয়। ডিএমপির দাবি, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ছবি তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে।
তবে এই দাবিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার। তারা বলছে, আসল ছবিকেই এআই বলে প্রচার করেছে ডিএমপি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ছবিটি আসল, এবং কোনোভাবেই এআই দিয়ে তৈরি হয়নি। রিউমর স্ক্যানার ছবিটির মেটাডাটা বিশ্লেষণ করে দেখে যে এটি ২৭ আগস্ট দুপুর ২টা ৫০ মিনিটে একটি ক্যামেরা দিয়ে তোলা হয়।
এছাড়া, বাংলাদেশ প্রতিদিনের একজন ফটোসাংবাদিক জয়িতা রায়ের ফেসবুকেও একই ঘটনার ছবি পাওয়া গেছে। রিউমর স্ক্যানার সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে ছবির মূল কপিও সংগ্রহ করেছে। ফ্যাক্ট-চেক সংস্থার মতে, এআই দিয়ে তৈরি ছবিতে সাধারণত বিকৃত অঙ্গপ্রত্যঙ্গ, অস্বাভাবিক প্রতিবিম্ব বা টেক্সটের ভুল দেখা যায়। তবে এই ছবিতে এমন কিছুই পাওয়া যায়নি।