ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ সোমবার (০৭ জুলাই) রয়টার্সের খবরে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হুতিদের এসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে জানায় এএফপি।
খবরে বলা হয়, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামবার্তায় জানায়, ‘কিছুক্ষণ আগে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজার পর ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সেগুলো প্রতিহত করার চেষ্টা হয়েছে, সেই প্রতিরোধ সফল হয়েছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।’
প্রায় এক মাস পর ইয়েমেনে হামলা চালাল ইসরায়েল।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেনের হুদায়দাহ, রাস ইসা ও সালিফ বন্দরে এবং রাস কানতিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে। এছাড়াও ইয়েমেনের রাস ইসা বন্দরে ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি জাহাজেও হামলা চালানো হয়েছে। ২০২৩ সালের শেষ দিকে হুতিরা জাহাজটি দখলে নেয় বলে জানানো হয়।
হামলার পর হুথি সামরিক মুখপাত্র জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমান প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে ইসরায়েলি হামলা প্রতিহত করা হয়েছে।
লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী হুদায়দাহতে ইসরায়েলি হামলায় সেখানকার স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছে, হামলার ফলে মূল বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। এতে করে পুরো শহর অন্ধকারে ডুবে গেছে।