১ আগস্ট ২০২৫ শুক্রবার
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১০:১৮ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ইরানের সঙ্গে ইসরায়েলকে সাগরে শক্তি দেখাতে নামছে রাশিয়া

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১০:১৮ পিএম

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রদর্শনের পর এবার সমুদ্রে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরতে প্রস্তুত ইরান। এ উদ্দেশ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাস্পিয়ান সাগরে একটি গুরুত্বপূর্ণ নৌমহড়ায় অংশ নিতে যাচ্ছে দেশটি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ‘কাসারেক্স ২০২৫’ কোডনামে এই মহড়া শুরু হবে আগামী সোমবার, যা চলবে তিন দিনব্যাপী। এতে অংশ নেবে ইরানের নৌবাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড কোরের নৌ শাখা, দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রুশ ফেডারেশনের নৌবাহিনী।

মহড়ার প্রধান লক্ষ্য কাস্পিয়ান সাগরে সামুদ্রিক নিরাপত্তা ও মানবিক উদ্ধার তৎপরতায় সক্ষমতা বৃদ্ধি করা। পাশাপাশি, উপকূলবর্তী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোও অন্যতম উদ্দেশ্য।

এই মহড়ায় বেশকিছু দেশ পর্যবেক্ষক হিসেবে অংশ নিলেও ঠিক কতটি যুদ্ধজাহাজ, কী ধরনের অস্ত্র বা সরঞ্জাম ব্যবহার হবে তা এখনো প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই যৌথ নৌমহড়াকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x