১ আগস্ট ২০২৫ শুক্রবার
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ৯:৪১ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ইরানে বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ২১

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ৯:৪১ পিএম

ইরানের দক্ষিণাঞ্চলে একটি বাস উল্টে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আলজাজিরা এ তথ্য জানিয়েছে। ফার্স প্রদেশের জরুরি সংস্থার প্রধান মাসুদ আবেদ বলেছেন, শনিবার প্রদেশের রাজধানী শিরাজের দক্ষিণে দুর্ঘটনায় তারা নিহত হন। এ ঘটনায় আরও ৩৪ জন আহত হয়েছেন।

দুর্ঘটনাস্থল ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার কিলোমিটার (৬০০ মাইল) দূরে। পাহাড়ি অঞ্চলটির সড়ক বাস চালানোর জন্য বিপজ্জনক বিবেচিত হয়ে আসছে। আবেদ বলেছেন, উদ্ধার অভিযান চলছে। অভিযান সম্পন্ন হওয়ার পর আমরা এ বিষয়ে কথা বলব। এ ছাড়া দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এটি সম্পন্ন হওয়ার পর অতিরিক্ত তথ্য এবং চূড়ান্ত হতাহতের পরিসংখ্যান জনসাধারণের কাছে প্রকাশ করা হবে।

ইরানে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর প্রায় ১৭,০০০ হতাহতের ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি ইরান। দেশটিতে নিরাপত্তা ব্যবস্থার দুর্বল প্রয়োগ, পুরাতন যানবাহনের ব্যাপক ব্যবহার এবং জরুরি পরিষেবার অবনতিকে উচ্চ মৃত্যুর কারণ হিসেবে দায়ী করা হচ্ছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x