ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের উত্তাপে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)–এর পরিদর্শকরা নিরাপদ সড়কপথে ইরান ছেড়ে চলে গেছেন। এ ঘটনায় পারমাণবিক পর্যবেক্ষণ কার্যক্রম স্থগিত হয়ে পারমাণবিক অনিশ্চয়তার যুগ শুরু হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
শুক্রবার আইএইএ এক্স (পুরাতন টুইটার) প্ল্যাটফর্মে জানায়, তাদের কর্মীরা অস্ট্রিয়ার ভিয়েনায় সংস্থার সদর দফতরে ফিরে গেছেন। তবে কতজন পরিদর্শক ইরান ত্যাগ করেছেন বা কেউ এখনও কি সেখানে আছে, তা স্পষ্ট নয়। আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ইরানের সঙ্গে দ্রুত আলোচনায় বসতে হবে, যাতে আমরা আবার পর্যবেক্ষণ ও যাচাই শুরু করতে পারি।” তিনি সতর্ক করে দেন, বর্তমান অবস্থায় পারমাণবিক স্বচ্ছতা বিপন্ন।
তেহরান থেকে আলজাজিরার সংবাদদাতা রেসুল সেরদার জানিয়েছেন, পরিদর্শকরা বিমান পথে নয়, সড়কপথে আর্মেনিয়া হয়ে ভিয়েনায় পৌঁছেছেন। তিনি অনুমান করেছেন, কিছু পরিদর্শক এখনও ইরানে থাকতে পারেন। সম্প্রতি ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে শীর্ষ কর্মকর্তারা ও গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের হত্যা করলে দেশ দুটি ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র হয়। এরপর ইরান আইএইএর ওপর তার বিশ্বাস হারিয়ে সহযোগিতা স্থগিত করে।
ইরান অবশ্য এখনো পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি (এনপিটি) রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে পারমাণবিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। বিশ্ব সম্প্রদায় উদ্বিগ্ন, আইএইএ’র তত্ত্বাবধান ছাড়া ইরানের পারমাণবিক কার্যক্রমের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা হারানোর আশঙ্কা দেখা দিয়েছে।