৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ১৪ মে ২০২৫, ৯:২৮ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনে ঢাকাবাসী

প্রকাশ : ১৪ মে ২০২৫, ৯:২৮ পিএম

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবনের সামনে মানববন্ধন করছেন নগরবাসী। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান তারা।

বুধবার (১৪ মে) সকাল ৮টার পর থেকে নগরভবনের মূল গেটের সামনে মানববন্ধন শুরু করেন নগরবাসী। ধীরে ধীরে কয়েক হাজার মানুষ জড়ো হয়ে সেখানে সমাবেশের রূপ নেয়। বেলা ১০টার দিকে মূল ফটক থেকে নগরভবনে সিঁড়িতে এসে অবস্থান নেন তারা।

এ সময় হাসান মাহমুদ নামের একজন বলেন, ইশরাক হোসেনকে আমরা ভোট দিতে পেরেছি। সরকারের দরকার নাই, আমাদের মেয়রকে আমরা শপথও পড়াতে পারব। হাজার হাজার মানুষ আজ এখানে এসেছে। এখানে দলমত নির্বিশেষে সবাই এসেছে। মূলত জনতার মেয়রকে পদে বসাতে এবং মেয়র হিসাবে দেখতে জনতায় রাস্তায় নেমেছে। এটা ঢাকাবাসীর প্রাণের দাবি।

মাইক থেকে ইশরাক হোসেনের উদ্দেশ্যে বলা হয়, আদালতের রায়ে এবং আমাদের ভোটে নির্বাচিত মেয়র আপনি। আপনি জনগণের কাছে আসেন, আমাদের ভোটকে মর্যাদা দিতে আপনাকে আসতেই হবে। আমরা ঢাকা মহানগরীর জনগণ আপনাকে আগামীকাল (শুক্রবার) সকাল ১০ টায় শহিদ মিনারে শপথ পড়াবো এবং মেয়র পদে বসাবো। দেশের মালিক জনগণ ভোট দিয়ে নির্বাচিত করতে পারলে শপথ পড়িয়ে চেয়ারেও বসাতে পারে। আর আদালতে রায় পালন না করার কারণে এই সরকারের দায়িত্বশীলরা আদালত অবমাননার দায়ে অপরাধী হবেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জনগণের ভোটে ইশরাক হোসেন মেয়র নির্বাচিত হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের আজ্ঞাবহ নির্বাচন কমিশন তাপসকে মেয়র ঘোষণা করে। নির্বাচিত মেয়র থেকে ঢাকাবাসীকে বঞ্চিত করে। ফ্যাসিস্ট পতনের পর আদালত ও নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র হিসাবে ঘোষণা করেছেন। কিন্তু একটি কুচক্রী মহল তালবাহানা করছে। তাকে শপথ গ্রহণ ও দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। ফলে ঢাকাবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা আজকের মধ্যে তাকে শপথ গ্রহণের ব্যবস্থা ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। তা না হলে আমরা লাগাতার কর্মসূচি দিয়ে যাব।

তারা বলেন, যেখানে আদালত রায় দিয়েছেন, নির্বাচন কমিশন আদেশ জারি করেছেন, সেখানে কেনো তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। দায়িত্ব বুঝে দেওয়া হচ্ছে না। কোনো ষড়যন্ত্রের কারণে তার দায়িত্ব বুঝে দেওয়া হচ্ছে না তার কারণ জানতে চাই। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ষড়যন্ত্র কাজ হবে না। আমাদের ন্যায্য অধিকার আদায়ে লাখ লাখ ঢাকাবাসী রাস্তায় নেমে আসবো। দাবি আদায় করেই রাজপথ ছাড়ব।

গত ২৭ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর এই গেজেটে প্রকাশ করেছে ইসি।

এর আগে ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

এর আগে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। তাতে উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণে ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন ইশরাক।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x