ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বুধবার ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দর, নেগেভ মরুভূমির একটি সামরিক ঘাঁটি ও ইলাতের লোহিত সাগর বন্দরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হামলায় সুনির্দিষ্ট ক্ষতি সাধিত হয়েছে বলে হুথির মুখপাত্র জানিয়েছেন।
হুথি সশস্ত্র বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ‘জুলফিকার’ নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমে বেন গুরিওন বিমানবন্দরে নিক্ষেপ করা হয়। এ হামলা ইসরায়েলের ওপর বড় ধরনের আঘাত হানে এবং সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পরে চারটি সশস্ত্র ড্রোন নেগেভ মরুভূমি এবং ইলাতের সমুদ্র বন্দরের ওপর হামলা চালায়।
হুথির দাবি, এই অভিযান গাজায় ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিশোধের অংশ এবং সামরিক কার্যক্রম সম্প্রসারণের ইঙ্গিত বহন করে। ইলাত বন্দরটি সম্প্রতি ইয়েমেনি নৌ অবরোধের কারণে বন্ধ রয়েছে, যা ইসরায়েলের সামুদ্রিক বাণিজ্যে প্রভাব ফেলেছে।
স্থানীয় সূত্র মতে, অবরোধের ফলে বন্দর কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ হামলার ব্যাপারে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। পরিস্থিতি উত্তেজনাকর এবং সামরিক মোকাবিলার আশঙ্কা বেড়ে যাচ্ছে।