২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১১:৩৫ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ইসহাক দারের সঙ্গে কী আলোচনা হলো বিএনপি-জামায়াতের

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১১:৩৫ পিএম

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এরইমধ্যে সফরের প্রথম দিন শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় পাকিস্তান দূতাবাসে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

এদিন সন্ধ্যা ৬টায় পাকিস্তান হাইকমিশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইসহাক দার। বৈঠকে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আঞ্চলিক সহযোগিতা এবং সমসাময়িক আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে বিএনপি নেতারা নৈশভোজে যোগ দেন।

এর আগে বিকেলে জামায়াতে ইসলামী বাংলাদেশের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠকে জামায়াতের নেতৃত্ব দেন দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাহের জানান, আলোচনা হয়েছে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক বিষয় ও বাণিজ্য সম্পর্ক জোরদার করার বিষয়ে। পাশাপাশি সার্ককে সক্রিয় করার প্রসঙ্গও উঠে এসেছে।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল একপেশে। আমাদের বিশ্বাস, সবার সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখা জরুরি। সে বিষয়েই বৈঠকে দুই পক্ষ গুরুত্ব দিয়েছে। বিশেষ করে মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া হয়েছে। আমরা বলেছি, আজ বিশ্বে যেসব সমস্যা দেখা দিচ্ছে, বিশেষ করে ফিলিস্তিন ইস্যু, সেসব বিষয়ে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সফরের দ্বিতীয় দিন আগামীকাল রোববার (২৪ আগস্ট) সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে একান্ত বৈঠক করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এসব চুক্তির মধ্যে রয়েছে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ চুক্তি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x