৩১ আগস্ট ২০২৫ রবিবার
প্রকাশ : ৯ জুন ২০২৫, ৭:০০ পিএম

এ সম্পর্কিত আরও খবর

ঈদের ছুটি শেষে মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন

প্রকাশ : ৯ জুন ২০২৫, ৭:০০ পিএম

দেশের ক্রীড়াঙ্গনে ফুটবল ঘিরে যখন উন্মাদনা তুঙ্গে তখন নীরবেই ঈদের ছুটি শেষ করে মাঠে নেমে পরলেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে নামেন নাহিদ রানারা। বোলিং কোচের দায়িত্ব নেওয়ার পর আজই প্রথম মিরপুরে আসেন শন টেইট। তিন পেসার এবাদত হোসেন, নাহিদ রানা এবং হাসান মাহমুদকে নিয়ে কাজ করতে দেখা যায় টেইটকে।

সর্বশেষ পাকিস্তান সফরেই তিনি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন, সেখানে তিন ম্যাচের টি-২০তে প্রত্যাশামতো পারফেমন্স করতে পারেননি পেসাররা। যদিও মিরপুরের একাডেমি মাঠে এদিন লাল বলের অনুশীলনে ব্যস্ত ছিলেন এবাদতরা। প্রায় এক মাসের লম্বা সফরে আগামী শুক্রবার শ্রীলঙ্কা রওনা দেবে বাংলাদেশ দল।

তার আগে চারদিনের ক্যাম্প করছেন মুশফিকরা। বুধ এবং বৃহস্পতিবার মিরপুরেই নিজেদের মধ্যে দুটি অনুশীলন ম্যাচ খেলার কথা রয়েছে শান্তদের। টেস্ট দলের ক্রিকেটারদের সঙ্গে ‘এ’ দলের মধ্যে অনুষ্ঠিত হবে ওই দুটি ম্যাচ। এবারের শ্রীলঙ্কা সফর শুরুই হবে দুটি টেস্ট দিয়ে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ১৭ জুন থেকে গল এবং ২৫ জুন থেকে কলম্বোতে শুরু হবে সিরিজের দুটি টেস্ট।

এরপর কলম্বোতেই প্রথম দুটি ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ৮ জুলাই পাল্লেকেলেতে তৃতীয় ওয়ানডে। সিরিজের শেষ অংশে তিনটি টি২০ খেলবেন লিটনরা। যা শুরু হবে ১০ জুলাই পাল্লেকেলতে। বাকি দুটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৬ জুলাই ডাম্বুলা ও কলম্বোতে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x