৮ জুলাই ২০২৫ মঙ্গলবার
প্রকাশ : ৮ জুলাই ২০২৫, ১০:০১ এএম

এ সম্পর্কিত আরও খবর

উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় সেনাসদস্যের পা ভেঙে দিল সন্ত্রাসীরা

প্রকাশ : ৮ জুলাই ২০২৫, ১০:০১ এএম
আহত সেনাসদস্য এবং আটক পাঁচ হামলাকারী। ছবি: সারাবেলার খবর

মাদারীপুরে ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলার) উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় এক সেনাসদস্যকে হাতুড়িপেটা করে পা ভেঙে দিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী।

সোমবার (০৭ জুলাই) দুপুরে জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে এঘটনা ঘটে। আহত সেনাসদস্য প্রশান্ত বৈদ্য (৩৩) ওই গ্রামের নকুল বৈদ্যর ছেলে। তিনি ঢাকার সাভার সেনানিবাসে কর্মরত।
এঘটনায় সোমবার (০৭ জুলাই) মধ্যরাতে অভিযুক্ত পাঁচজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এতথ্য নিশ্চিত করেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান।

আটককৃতরা হলেন রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশি গ্রামের মৃণাল ভক্ত (৪২), একই গ্রামের রামানন্দ (৬৫), সুব্রত ভক্ত (২৭), সমর ভক্ত (৪১), আশুতোষ ভক্ত (৬৫)।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (০৫ জুলাই) শনিবার ২০/২৫ জন মিলে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে সেনা সদস্য প্রশান্ত বৈদ্যর বাড়ির পাশে ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলার) উচ্চস্বরে গান বাজায়। এসময় তাদের দূরে সরে গিয়ে গান বাজাতে বলেন সেনাসদস্য প্রশান্ত। এনিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে সোমবার (০৭ জুলাই) দুপুরে একা পেয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রশান্তর ওপর সন্ত্রাসী হামলা চালায় বিভাষ ভক্ত, শান্তি ভক্ত, রবিন ভক্ত, পার্থ ভক্ত, রাকেশ ভক্ত, অভিজিৎ ভক্ত, তুষার ভক্ত, মৃণাল ভক্তসহ অজ্ঞতনামা আরো ১০/১২ জন। এসময় হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রশান্তের বাম পা ভেঙে দেয় হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। সেখান থেকে গুরুতর অবস্থায় প্রশান্তকে বরিশাল সিএমএইচে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

এঘটনার পর সোমবার রাতে রাজৈর আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার নাসির ও কাইয়ুমের নেতৃত্বে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে সেনাবাহিনী। পরে রাত ১২টার দিকে পুলিশের কাছে আটকদের হস্তান্তর করা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, সেনাসদস্য প্রশান্তকে হাতুড়ি পেটা করে তার পা ভেঙে দিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী। এঘটনায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে সেনাবাহিনী। পরে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করেছে। সেখান থেকে রাজৈর থানায় এনে এজাহার দায়ের করা হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x