২৭ জুলাই ২০২৫ রবিবার
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ৬:৫২ পিএম

এ সম্পর্কিত আরও খবর

উত্তরণের একমাত্র পথ এখন অতিদ্রুত নির্বাচন: মির্জা ফখরুল

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ৬:৫২ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান পরিস্থিতি থেকে উত্তরণের এখন একমাত্র পথ হচ্ছে অতি দ্রুত নির্বাচন। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায়। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন। জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিবের ওই বৈঠক হয়। আগামী ৩০ আগস্ট ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমাবেশ হওয়ার কথা।

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন। শুরু থেকে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলে এসেছি। একই সঙ্গে আমরা মনে করি নির্বাচন প্রক্রিয়াকে তরান্বিত করার ব্যাপারে অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত। ঘোষণা দিয়ে আর কোনো অস্পষ্টতা যাতে না থাকে সে ব্যবস্থাটা নেওয়া উচিত। প্রধান উপদেষ্টা সে ব্যবস্থাটা নেবেন বলে জানিয়েছেন। ফেব্রয়ারিতে নির্বাচনের লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে কিনা প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি তো দেখছি, এগুচ্ছে।’

মির্জা ফখরুল আরও বলেন, সমস্যা সৃষ্টি হলে প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলকে ডাকেন। এরকম বসাটা ঘন ঘন হলে আরও ভালো হতো। তাহলে হয়তো সমস্যাগুলো তৈরি হতো না। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা, সেখানে দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে অবরুদ্ধ করে রাখা এবং সচিবালয়ে পরীক্ষা সংক্রান্ত জটিলতায় সবার কাছে মনে হয়েছে যে, একটা প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, কিছুদিন আগে গোপালগঞ্জে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শক্তি একটা ‘রেইন অব টেরর’ সৃষ্টি করেছিল। গণতন্ত্র উত্তরণের যে প্রক্রিয়া চলছে এর মধ্যে পরাজিত শক্তির উত্থানের একটা নমুনা দেখা যাচ্ছে। এটার জন্যই সম্ভবত প্রধান উপদেষ্টা ওই সভা ডেকেছিলেন।

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার ছড়াছড়ি চলছে। এগুলো রাজনীতিতে থাকবেই। গণতন্ত্র মানেই হচ্ছে শত ফুল ফুটতে দিতে হবে। উত্তরায় বিমান দুর্ঘটনায় সরকারের পদক্ষেপগুলো ঠিক ছিল কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, কিছু জায়গায় হয়তো তাদের অভিজ্ঞতার কারণে ঘাটতি ছিল। এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে, তাদের অনভিজ্ঞতা। আর কিছু কিছু লোকের মধ্যে ইগো কাজ করে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x