৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, ১২:১২ এএম

এ সম্পর্কিত আরও খবর

এআই চশমা আনল মেটা, ক্যামেরা-ডিসপ্লে কি নেই তাতে!

প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, ১২:১২ এএম

মেটা সম্প্রতি তার ডিসপ্লেযুক্ত এআই স্মার্ট চশমা উন্মোচন করেছে। এটি রে-বেন ব্র্যান্ডের লোগো যুক্ত একটি চশমা, যা অত্যাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ। ব্যবহারকারীদের মোবাইলের অনেক কাজই করে দেবে এটি। চশমার ডান লেন্সে ছোট এআর ডিসপ্লে রয়েছে, যা নোটিফিকেশন, ম্যাপ নির্দেশনা, ইনস্ট্যান্ট চ্যাট, কল এবং লাইভ ট্রান্সলেশন দেখাতে পারবে।

চশমাটি হাতের ইশারার মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য, তাই ব্যবহারকারী ফোন স্পর্শ না করেই নানা ফিচার ব্যবহার করতে পারবে। এতে মেটা এআই সহায়ক যুক্ত, যা ছবি, ভয়েস কমান্ড এবং ভিজ্যুয়াল ইনপুটের মাধ্যমে কাজ করবে। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারসহ অন্যান্য অ্যাপের সঙ্গে সংযোগ থাকবে। লাইভ ট্রান্সলেশন সুবিধার মাধ্যমে কথোপকথন রিয়েল-টাইমে সাবটাইটেল আকারে দেখানো যাবে।

চশমার ব্যাটারি লাইফ প্রায় ৬ ঘণ্টা, রিস্টব্যান্ড ব্যবহার করলে আরও কিছুটা বেশি সময় চলবে। ক্লাসিক ওয়েফেরার স্টাইলের ডিজাইনে চশমাটি দেখতে সাধারণ চশমার মতোই। এটি ওয়াটার-রেসিস্ট্যান্ট এবং বাহ্যিক এলইডি থাকতে পারে, যা দেখাবে ক্যামেরা চালু আছে কি না।

চশমার একটি বড় সুবিধা হলো হাতের ইশারায় নিয়ন্ত্রণ, যা ব্যবহারকারীকে তার ফোন ছোঁয়া ছাড়াই কাজ সম্পন্ন করার সুযোগ দেবে। মেটা বলছে, চশমাটি ব্যবহারকারীদের পার্সোনাল সুপারইন্টেলিজেন্স বাড়াতে সাহায্য করবে— স্মৃতি শক্তি উন্নত, চারপাশের তথ্য বোঝা সহজ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

চশমার মূল সুবিধাগুলো:
১. ফোন নির্ভরতা কমবে, অনেক কাজ চশমা থেকেই করা যাবে। ২. নোটিফিকেশন, কল, বার্তা ও নির্দেশনা সহজে দেখা যাবে। ৩. খেলাধুলা বা সাধারণ কাজে অনেক তথ্য দিয়ে সাহায্য করবে। ৪. স্টাইলিশ রে-বেন ডিজাইন, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য। ৫. নিরাপত্তা নির্দেশিকা— ক্যামেরা চলছে কি না, এলইডি দেখাবে।

এই চশমার দাম ৭৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৭,৩৫৫ টাকা। আমদানির খরচ ও ট্যাক্স যোগ করলে দাম আরও বাড়তে পারে। বর্তমানে এটি পুরোপুরি স্মার্টফোনের বিকল্প নয়, তবে ফোনের সঙ্গে মিলিয়ে ব্যবহার করলে অনেক কাজ সহজ হবে। প্রযুক্তি উন্নতির সঙ্গে ভবিষ্যতে এটি স্মার্টফোনের বিকল্প হিসেবে আরও শক্তিশালী হতে পারে বলে আশা করা হচ্ছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x