একদিনের ব্যবধানে দেশেরবাজারে বাড়ল স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ৩৬৯ টাকা। এতে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা, যা এখন পর্যন্ত দেশেরবাজারে সর্বোচ্চ দাম। মঙ্গলবার দেশের স্বর্ণ ব্যবসায়ীদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা) দাম বাড়ার কারণে আবারও স্বর্ণের দাম বাড়ল। আগামীকাল বুধবার থেকে নতুন এ দর কার্যকর হবে। এর আগে সোমবার স্বর্ণের দাম বাড়ে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয় ২ লাখ ৭২৬ টাকা। আজ মঙ্গলবার পর্যন্ত এটাই ছিল দেশেরবাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম। এখন আবার দাম বাড়ানোর ফলে সেই রেকর্ড ভেঙে গেলো।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার থেকে ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৯৯ টাকা বেড়ে এক লাখ ৯৩ হাজার ৪ টাকা দরে বেচাকেনা হবে। ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ২০১ টাকা বেড়ে বিক্রি হবে এক লাখ ৬৫ হাজার ৪৩০ টাকা দরে। সনাতনি স্বর্ণ প্রতি ভরির দাম এক হাজার ২৭ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা।
স্বর্ণের দামের পাশাপাশি এ দফায় রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেট এক ভরি রুপার দাম মঙ্গলবার পর্যন্ত ছিল ৩ হাজার ৬২৮ টাকা। আগামীকাল বুধবার থেকে তা বিক্রি হবে ৪ হাজার ৬৫৪ টাকায়। অর্থাৎ এ মানের রুপার দর ভরিতে বাড়ছে এক হাজার ২৬ টাকা।
২১ ক্যারেট প্রতি ভরি রুপার দাম ৯৯১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৪৪ টাকা, যা আগে ছিল ৩ হাজার ৪৫৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেট প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৬৩ টাকা থেকে বেড়ে হচ্ছে ৩ হাজার ৮০২ টাকা। সনাতনি প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২২৮ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।