৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৫ পিএম

এ সম্পর্কিত আরও খবর

একসময় অনেক কাজ চাইতাম, এখন তা মোটেই চাই না: মাহি

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৫ পিএম

মুখে এক চিলতে মিষ্টি হাসি লেগেই থাকে সারাক্ষণ। কেবল রূপ-লাবণ্যে নয়, অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছেন যিনি স্বীয় অভিনয় গুণে। বলছি, অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহির কথা। ক্যারিয়ারের শুরুতে মাহিকে ছোট পর্দার মিষ্টি প্রেমের গল্পে দেখা যেত। মাঝে কিছু নিরীক্ষাধর্মী কাজেও তাঁকে দেখা গেছে। কিন্তু এবার তাঁকে এক নতুন রূপে দেখা গেল!

‘খুশবু’ ধারাবাহিকে রীতিমতো আইটেম গার্ল হিসেবে দর্শকের সামনে হাজির হয়েছেন এই তারকা। কাঙ্ক্ষিত প্রেমে ব্যর্থ হয়ে বিরহের আগুনে পুড়ছে এক তরুণী। দীপ্ত টিভির প্রচার চলতি মেগা ধারাবাহিকটির প্রথম পর্বেই ছিল তাঁর আইটেম গানটি। সেখানে মাহির চরিত্র ছিল ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা! এটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।

অভিনয় ক্যারিয়ারের এ সময়ে এসে কাজের ব্যাপারে একটু বেশি হিসাবনিকাশ করছেন মাহি। অভিনয় করছেন ভিন্নধর্মী চরিত্রে এর আগে ‘বকুল ফুল’ নাটকে উসকোখুশকো চুলের মানসিক ভারসাম্যহীন এক নারীর চরিত্রে দেখা গেছে। কাজটি দিয়ে দর্শক সমালোচকদের প্রশংসা পেয়েছেন তিনি।

মাহির ভাষ্য, এটি সত্যি যে, ইদানীং কাজের ব্যাপারে বেশি বাছবিচার করছি। একসময় চাইতাম অনেক কাজ আসুক। এখন তা মোটেই চাই না। আমি সময় নিয়ে কাজ করতে পছন্দ করি। অনেক টিমের কাছ থেকে এটি পাই না। যে টিমের কাছ থেকে বেশি সাপোর্ট পাব, তাদের সঙ্গে আমি এখন কাজ করছি। এ সিদ্ধান্তের কারণে দর্শকদের ভালো কিছু কাজ উপহার দেওয়া সম্ভব হয়েছে।

অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব তিনি। সম্প্রতি ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। সেখানে তিনি মানুষের প্রতি আস্থা হারানো, সহমর্মিতা ও ভালোবাসার অভাব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

তিনি লেখেন, এখন চারপাশে শুধু প্রতিযোগিতা, হিংসা আর নেতিবাচকতা। ভালো কিছু বললে বা করলে সেটার প্রশংসা না হয়ে উল্টো সমালোচনা আসে। আমরা এমন এক সমাজে বাস করছি, যেখানে মানুষ আনন্দ ভাগাভাগি করতে চায় না; বরং কারও সুখ দেখলেই কষ্ট পায়। এখন মানুষ মানুষকেই ভয় পায়। নিজের মতামত প্রকাশ করতেও অনেকে ভীত, কারণ সমালোচনা ও কটূক্তির আশঙ্কা থাকে। অনেকে তাঁর এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেছেন, মাহি যেন তাদের মনের কথাই প্রকাশ করেছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x