৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১:২০ এএম

এ সম্পর্কিত আরও খবর

একে–৪৭ উদযাপন নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন ফারহান

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১:২০ এএম

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমজমাট ভারত–পাকিস্তান লড়াইয়ের মঞ্চে ক্রিকেট ছাড়াও আলোচনায় এসেছে এক অনন্য দৃশ্য। অর্ধশতক পূর্ণ করেই ব্যাট ছেড়ে রাইফেলের মতো ভঙ্গি করলেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। দর্শক–সমর্থকরা সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেন। মুহূর্তেই তা রূপ নেয় বিতর্কে।

অনেকেই ধারণা করেন ভারতকে ব্যঙ্গ করতেই ফারহানের এই উদযাপন। তিনি অবশ্য ব্যাখ্যা দিয়েছেন ভিন্ন জানালেন উদযাপনটি মোটেও পরিকল্পিত কিছু ছিল না। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি সচরাচর হাফসেঞ্চুরি উদযাপন করি না। হঠাৎ মনে হলো কিছু একটা করতে হবে। তখনই এই ভঙ্গি চলে আসে। কেউ কীভাবে নিল, সেটা নিয়ে আমি মাথা ঘামাই না।’

ভারত–পাকিস্তান ম্যাচের মতো উত্তেজনাপূর্ণ পরিবেশে ‘একে–৪৭’ ভঙ্গি অনেকের চোখে ছিল সংবেদনশীল। সমালোচকরা এটিকে অনভিপ্রেত বার্তা বলে মনে করছেন। তবে অনেকে এটিকে নিছকই আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

প্রথম দিকে ফখর জামানের বিতর্কিত আউটের পর পাকিস্তান কিছুটা চাপে পড়ে। সেখান থেকে সাইম আয়ুবকে সঙ্গে নিয়ে ৭২ রানের জুটি গড়েন ফারহান। ৩৪ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংসে পাঁচটি চার আর তিনটি ছক্কা আসে তার ব্যাট থেকে।

ফারহানের ইনিংস ও তার অদ্ভুত উদযাপন যতটা আলোচনায় এসেছে, ফলাফলে ততটাই হতাশ পাকিস্তান। ভারত ম্যাচটি জিতে নেয় ৬ উইকেটে, হাতে ছিল ৭ বল। সুপার ফোরে শীর্ষে ভারত, দ্বিতীয় স্থানে বাংলাদেশ, আর নিচে নেমে গেছে পাকিস্তান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x