গ্লোবাল সুপার লিগে আগেই ফাইনাল নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। এবার তাদের সঙ্গে যোগ দিলো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। হোবার্ট হারিকেন্সকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে গায়ানা। দলের জয়ে বড় অবদান রেখেছেন শিমরন হেটমায়ার। ফাইনালে উঠতে শেষ ম্যাচে হোবার্টের বিপক্ষে জিততেই হতো গায়ানাকে।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ১২৬ রান তাড়া করতে নেমে ৪২ রানে ৩ উইকেট হারায় গায়ানা। দলের এমন বিপদে হাল ধরেন হেটমায়ার। এদিন তিনি খেলেছেন ঝোড়ো এক ইনিংস। এদিন ১০ বলে ৩৯ রান করেন হেটমায়ার। ইনিংসের ১০ ওভারে ফিন অ্যালেনের ওপর দিয়ে রীতিমতো ঝড় বইয়ে দেন। সেই ওভারে ৫ ছক্কা মারেন তিনি। সবমিলিয়ে নেন ৩২ রান।
দশম ওভারের প্রথম বলে লং অনের উপর দিয়ে ছক্কা মারেন হেটমায়ার। পরের বলেও একই শট খেলার চেষ্টা করেন। কিন্তু ব্যাটে-বলে খুব ভালো টাইমিং হয়নি। লং অনে থাকা ওডিন স্মিথের সুযোগ ছিল ক্যাচ ধরার। তিনি ভুল করেন। বল তার হাতে লেগে বাউন্ডারির বাইরে চলে যায়।
তৃতীয় বলে লং অফের উপর দিয়ে ছক্কা মারেন হেটমায়ার। পরের বলটা তিনি মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে মারেন। পঞ্চম বলে দুইরান নেওয়ার পর ষষ্ঠ বলে মিড উইকেটের উপর দিয়ে আবারো ছক্কা মারেন। হেটমায়ারের এমন ইনিংসে ভর করে ২১ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে গায়ানা।