বলিউড অভিনেতা আরবাজ় খান মলাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের এক বছর পর, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর রূপটান শিল্পী সুরা খানকে বিয়ে করেছিলেন। বিয়ে শেষ হবার এক বছরেরও কম সময়ের মধ্যে সুখবর এল আরবাজ় বাবা হতে চলেছেন।
এর আগে মলাইকার সঙ্গে তার একটি ছেলে আছেন, আরহান খান, যিনি সদ্য স্নাতক হয়েছেন এবং বর্তমানে ২২ বছর বয়সী। আরহান তার বাবার দ্বিতীয় বিয়ের সময়ও উপস্থিত ছিলেন। বাবা ও সৎমায়ের জন্য আয়োজন করা ‘সাধের অনুষ্ঠান’-এ আরহান গানও পরিবেশন করেন।
সাধের থিম ছিল হলুদ; সুরা ছিলেন হলুদ গাউনে, আরবাজ় হলুদ শার্ট ও সাদা প্যান্টে। আরহানও বাবার সঙ্গে মিলিয়ে হলুদ রঙে সাজান। অনুষ্ঠানে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল এবং সলমন খান অনুষ্ঠানে দেরিতে প্রবেশ করেন।
প্রথম দিন থেকেই আরহান তার সৎমায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। খবর সূত্রে জানা গেছে, আগামী অক্টোবর মাসে আরবাজ় ও সুরা সন্তানের ভূমিষ্ঠির অপেক্ষায় রয়েছেন।