৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ পিএম

এ সম্পর্কিত আরও খবর

এবার পেরুতে জেন-জি বিক্ষোভ, পার্লামেন্টের দিকে যাওয়ার সময় সংঘর্ষ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ পিএম

সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি এবং সাম্প্রতিক পেনশন ব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে পেরুর রাজধানী লিমায় বিক্ষোভ করেছে তরুণ-জনতা। জেন-জি নামক একটি যুব সংগঠনের আয়োজনে শনিবার (২১ সেপ্টেম্বর) এই বিক্ষোভে শত শত মানুষ জড়ো হয়। এ সময় তারা মিছিল নিয়ে পার্লামেন্ট ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

এএফপির সাংবাদিকরা ঘটনাস্থল থেকে জানিয়েছে, মুখোমুখি অবস্থানে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় তরুণরা পাথর ও লাঠি ছুঁড়ে মারে। দেশটিতে ক্রমবর্ধমান সামাজিক অস্থিরতার মধ্যে বিক্ষোভে আসা একজন এএফপিকে বলেন, আজ আগের তুলনায় গণতন্ত্র কম। ভয়ের কারণে, চাঁদাবাজির কারণে… পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

সেলিন আমাসিফুয়েন নামের আরেক বিক্ষোভকারী পার্লামেন্টের ওপর ক্ষুব্ধ হয়ে বলেন, কংগ্রেসের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, এমনকি জনগণের অনুমোদনও নেই। এরা এই দেশে সর্বনাশ ডেকে আনছে। পেরুভিয়ান রেডিও স্টেশন এক্সিটোসা জানিয়েছে, তাদের প্রতিবেদক এবং একজন ক্যামেরাম্যান গুলিবিদ্ধ হয়েছেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুলি করেছে। পুলিশ জানিয়েছে, কমপক্ষে তিন জন কর্মকর্তা আহত হয়েছেন।

ক্রমবর্ধমান চাঁদাবাজি এবং সংগঠিত অপরাধের ঘটনা বৃদ্ধির মধ্যে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের সমর্থন হ্রাস পেয়েছে। যদিও আগামী বছর তার মেয়াদ শেষ হচ্ছে। বেশ কিছু জনমত জরিপে দেখা গেছে, সরকার এবং রক্ষণশীল-সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসকে অনেকেই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখেন। প্রসঙ্গত, দেশটির আইনসভা সম্প্রতি একটি আইন পাস করেছে, যেখানে তরুণদের একটি বেসরকারি পেনশন তহবিলে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x