২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে ১ হাজার ২৩০ নম্বর পেয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চমক সৃষ্টি করেছে তাসফিয়া তাইমুম তুশিন। সে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর ব্যাপারীটারী গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম ও রাশেদা পারভীন দম্পতির মেয়ে। তুশিন নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এসএসসি পরীক্ষায় এই অসাধারণ সাফল্য অর্জন করে উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে তুশিন। তার বাবা গাগলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং মা গৃহিনী।
সাফল্য সম্পর্কে তুশিন জানায়, প্রথমে শুধু জানতাম জিপিএ-৫ পেয়েছি। পরে জানতে পারি আমি উপজেলায় দ্বিতীয় হয়েছি। তখন সত্যিই আনন্দে অভিভূত হয়ে পড়ি। এই ফলাফল একার অর্জন নয় এতে বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা এবং সবার দোয়া ও ভালোবাসা জড়িত। আমি সবার কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে আরও ভালো করতে চাই এবং একজন চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখি। সবাই আমার জন্য দোয়া করবেন।
তুশিনের বাবা তাজুল ইসলাম বলেন, সে নিয়মিত পড়াশোনা করেছে এবং বিদ্যালয়ের শিক্ষকদের নির্দেশনা মেনে চলেছে। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং তুশিনের পরিশ্রমই এই সাফল্যের পেছনে কাজ করেছে। মেয়ের এ অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত।
তার মা রাশেদা পারভীন বলেন, মেয়ের এমন সাফল্যে আমি খুবই গর্বিত। মনে হচ্ছে যেন আমি নিজেই এমন ভালো রেজাল্ট করেছি। ওর জন্য সকলের দোয়া চাই। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক বলেন, এই বছর আমাদের প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে তুশিন। তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভবিষ্যতে সে আরও ভালো করবে বলে আমরা আশা রাখি।