চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টায় একযোগে প্রকাশ করা হবে।
আজ মঙ্গলবার (০৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ১১টি শিক্ষা বোর্ড—ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলসংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট, সব পরীক্ষাকেন্দ্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানে একসঙ্গে প্রকাশ করা হবে।
শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ফল জানতে পারবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে। সেক্ষেত্রে পরীক্ষার নাম, বোর্ড, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও সাল উল্লেখ করে ফলাফল পাওয়া যাবে। পাশাপাশি প্রতিটি বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে।
যেসব শিক্ষার্থী প্রতিষ্ঠানভিত্তিক ফল জানতে চায়, তাদের প্রতিষ্ঠানের প্রধান EIIN নম্বর ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইটের ‘রেজাল্ট কর্নার’ থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন। শিক্ষার্থীরা চাইলে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবে। এছাড়া ফলাফল মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও জানা যাবে। এজন্য নির্দিষ্ট ফরম্যাটে বার্তা লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। তবে এই পদ্ধতির বিস্তারিত নির্দেশনা ফল প্রকাশের দিন সকালে টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে জানানো হবে।
ফল প্রকাশের দিন শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে আগ্রহ ও উত্তেজনা থাকে চরমে। প্রত্যাশা করা হচ্ছে, এ বছর ফলাফল প্রকাশ নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে এবং শিক্ষার্থীরা দ্রুততম সময়ে তাদের কাঙ্ক্ষিত ফল পেয়ে যাবে।