ইসরায়েলি হামলায় গাজায় হতাহত ফিলিস্তিনিদের চিকিৎসা করা হতো তার হাসপাতালে। নিজের চোখে আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বহু হতাহতকে দেখেছেন। কিন্তু শনিবার আবু সালমিয়াকে শিফা হাসপাতালে দেখতো হলো নিজের ভাই ও তার স্ত্রীর মৃতদেহকে।
আল-জাজিরা অনলাইন জানিয়েছে, গাজা শহরের পশ্চিমে শাতি শরণার্থী শিবিরে আবু সালমিয়া পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় শিশুরা নিহত হয়েছে। আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়ার ভাই মাজেদ আবু সালমিয়ার বাড়িতে বিমান হামলাটি আঘাত হেনেছে। হামলায় মাজেদ এবং তার সন্তানরা নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়।
শনিবার সকালে আল-শিফা হাসপাতালের পরিচালক যখন কর্তব্যরত ছিলেন, তখন হামলায় নিহত দুই ব্যক্তিকে ওয়ার্ডে আনা হয়: তার ভাই এবং তার স্ত্রী। মোহাম্মদ আবু সালমিয়া এএফপি সংবাদ সংস্থাকে বলেন, আমার ভাই ও তার স্ত্রীর মৃতদেহ দেখে আমি হতবাক এবং বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। এখন যেকোনো কিছু সম্ভব, কারণ আপনাকে আপনার প্রিয়জনদের শহীদ বা আহত অবস্থায় দেখতে হচ্ছে। দখলদারদের অপরাধ অব্যাহত রয়েছে এবং শহীদের সংখ্যা ক্রমাগত বাড়ছে।