সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিঁড়ি) চাকা বিস্ফোরিত হয়ে রোমান আহমদ (২৩) নামে এক টেকনিশিয়ান নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। নিহত রোমান আহমদ টেকনিশিয়ান হিসেবে সানরাইজ কোম্পানীর তত্বাবধানে আউট সোর্সিংয়ে ওসমানী বিমানবন্দরে কাজ করতেন বলেন জানা গেছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ রোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৫/৬ জন মিলে বিমানবন্দরের বোর্ডিং ব্রীজের সিঁড়ির চাকা মেরামত করছিলেন। এমন সময় চাকা ফেটে (বিস্ফোরিত) গিয়ে দুইজন গুরুতর আহত হন। তাৎক্ষনিক তাদেরকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে রোমান মারা যান। গুরুতর আহত আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, এটি রুটিন মাফিক কাজ। এই কাজের জন্য সানরাইজ নামক কোম্পানীর চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে লোকবল দিয়ে কাজ করায়। হঠাৎ কোন কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোন ক্ষয়ক্ষতি হয়নি। অবশ্য ঘটনাটি নিতান্তই দুঃখজনক।