ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রি থেকে ‘ব্যান’ করা হয়েছে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে, এমন খবর ছড়িয়েছে সম্প্রতি। গুঞ্জনটি ছড়ানোর পরই মুখ খুললেন রাশমিকা; স্পষ্ট করলেন বিষয়টি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা জানালেন, ইন্ডাস্ট্রির সঙ্গে তার সম্পর্কে ছড়ানো খবরের সঙ্গে বাস্তবতার মিল নেই।
রাশমিকা বলেন, বাইরের মানুষ জানে না ভেতরে কী চলছে। আমরা সব সময় ব্যক্তিগত জীবন ক্যামেরার সামনে আনতে পারি না বা অনলাইনে শেয়ার করি না। তাই অনেকে যা বলেন, তা সব সময় সত্য নয়। তবে পেশাগত সমালোচনা আমরা শুনি এবং নিজেদের উন্নতির জন্য তা কাজে লাগাই।
রাশমিকা তার অভিনয় জীবন শুরু করেন কন্নড় ছবির হাত ধরে। তারপর তিনি পুরো ভারতজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। গত কয়েক বছরে তিনি হিন্দি, তেলুগু এবং তামিল ছবিতে কাজ করেছেন। তবে দীর্ঘ সময় ধরে রাশমিকা কন্নড় ছবিতে কাজ না করার কারণে কর্ণাটকে তাকে ‘ব্যান’ করা হয়েছে, এমন গুঞ্জন আরও জোরালো হয়। এ বিষয়ে রাশমিকার ভাষ্য, ‘আমাকে কেউ ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ করেনি। এসব শুধু ভুল বোঝাবুঝি।